আমরা যেসকল ডাক্তারী এলিওপ্যাথি ঔষধ সেবন করি, সেগুলো শুধুমাত্র শর্করা কমাতে সাহায্য করলেও আমাদের প্যানক্রিয়াসের কোনো উন্নতিতো করেই না বরং ঐ ঔষধ দীর্ঘদিন সেবনে লিভার ও প্যানক্রিয়াস ধীরে ধীরে তার কার্যক্ষমতা হারাতে থাকে, ফলশ্রুতিতে পর্যায়ক্রমে লিভার, কিডনী, হার্ট, প্যানক্রিয়াস ইউরিনারী সিষ্টেম, জয়েন্ট সিষ্টেম, দৃষ্টিশক্তি,ব্রেইন ফাংশনসহ সকল অর্গানগুলো ডেমেজ হতে থাকে।
জেনে রাখা ভাল দীর্ঘ সময় ডায়াবেটিস শনাক্ত না হলে চোখ, লিভার এবং কিডনি ক্ষতিগ্রস্থ হয়।
# চুল পড়া শুরু হয়।
# ত্বক লাবণ্যতা হারাতে থাকে।
# রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। তাই
# নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করুন।
# খালিপেটে হাটবেন না।
# চিনি ছাড়া চা পান করুন